শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে না.গঞ্জে জামায়াতের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে না.গঞ্জে জামায়াতের বিক্ষোভ

বিক্ষোভ মিছিল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ নেতা এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী জামায়াতে ইসলামী বাংলাদেশ।

মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) বিকেলে শহরের খানপুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহর পদক্ষিন করে। পরে মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশের নেতৃত্ব দেয়া মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বারসহ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা তাদের পাঁচ নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। বহু বছর ধরে অনেক নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। অনেক অন্যায় সহ্য করতে হয়েছে। এ সকল অন্যায়ের বিচার করতে হবে।

বক্তারা অবিলম্বে জামাত নেতা এটিএম আজাহারুল ইসলামের মুক্তি দাবি করেন।