রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ১০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে নগর এলআরপির শিশুদের জন্য ক্রীড়া অনুষ্ঠান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে নগর এলআরপির শিশুদের জন্য ক্রীড়া অনুষ্ঠান 

ক্রীড়া অনুষ্ঠান

নারায়ণগঞ্জে শিশুদের বিকাশ ও সম্পৃক্ততার প্রতি একশন এইড বাংলাদেশের প্রতিশ্রুতির অংশ হিসেবে, আমরা আমাদের সমর্থকদের গিফট ফান্ড ব্যবহার করে ঢাকা-ভিত্তিক নগর এলআরপিগুলোর শিশুদের জন্য একটি আনন্দময় ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো শিশুদের শারীরিক সুস্থতা, দলীয় সংহতি ও সামাজিক যোগাযোগকে উৎসাহিত করা। এলআরপি ৪৯, ৫১ এবং ৫৫-এর শিশুরা এই আয়োজনে অংশ নেবে।

১৭ ফেব্রুয়ারি চনপাড়ার নবকিশলয় স্কুল এন্ড কলেজ মাঠে ঢাকা-ভিত্তিক নগর এলআরপিগুলোর শিশুদের জন্য একটি আনন্দময় ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা হয় ।

এই ইভেন্ট আয়োজনের জন্য আমরা চনপাড়া এলআরপি-কে স্বাগতিক স্থান হিসেবে বেছে নিয়েছি, কারণ এর উপ-নগর পরিবেশে খোলা খেলার মাঠ রয়েছে, যা বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের জন্য উপযুক্ত। এই আয়োজন শিশুদের জন্য একটি উপভোগ্য ও প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা প্রদান করবে, যা তাদের মধ্যে ঐক্য ও খেলাধুলার চেতনা জাগ্রত করবে।শিশুদের স্বাস্থ্যকর শারীরিক কার্যকলাপে উৎসাহিত করা।দলগত কাজ ও ক্রীড়াসত্তার বিকাশ ঘটানো। সকল অংশগ্রহণকারীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও আনন্দদায়ক অভিজ্ঞতা তৈরি করা।গিফট ফান্ডের কার্যকর ব্যবহার নিশ্চিত করে শিশুদের সম্পৃক্ততা ও কল্যাণ বৃদ্ধি করা। উক্ত অনুষ্ঠানে ৪৯, ৫১ ও ৫৫-এর শিশু অংশগ্রহণ করে।

ইচ্ছেমতো পোশাক (Dress as You Like) প্রতিযোগিতা (বয়স ৬-৮) সৃজনশীল পোশাকের মাধ্যমে বিভিন্ন সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

গিফট ফান্ড উদ্যোগের অংশ হিসেবে, সমস্ত এলআরপির শিশুদের জন্য এক্সারসাইজ খাতা ইতোমধ্যে মুদ্রিত হয়েছে। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার  উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এলআরপি ৫১-এর শিশুদের মাঝে এসব খাতা বিতরণ করা হয়।

এই বার্ষিক ক্রীড়া ইভেন্টের মাধ্যমে শিশুদের জন্য একটি আনন্দময় অভিজ্ঞতা তৈরি  করা হয় যেখানে দলগত কাজ, শৃঙ্খলা এবং শারীরিক সুস্থতার গুরুত্ব তুলে ধরা হবে। তিনটি এলআরপির শিশুদের একত্রিত করে  তাদের জন্য মজা ও শেখার একটি প্ল্যাটফর্ম, যেখানে গিফট ফান্ডের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে তাদের জীবনকে সমৃদ্ধ করা সম্ভব হবে।