শনিবার, ০১ মার্চ ২০২৫

|

ফাল্গুন ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, দোকানীর অর্থদন্ড 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আড়াহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, দোকানীর অর্থদন্ড 

ভ্রাম্যমান আদালত

নারায়ণগঞ্জ আড়াইহাজারে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

শুক্রবার  বিকেলে আড়াইহাজার বাজারে সহকারী  কমিশনার (ভূমি)ও  নির্বাহী ম্যাজস্ট্রেট নঈম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

সহকারী কমিশনার ভুমি নঈম উদ্দিন জানান, অভিযানের সময় অতিরিক্ত মূল্য নেয়া এবং মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখায় দীপক ট্রেডার্সের মালিক সুবাস চন্দ্র দাসকে ৬০ হাজার টাকা জরিমানা   আদায় করা হয়। এই দোকানে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ পন্য পাওয়ায় এই গুলো জব্দ করা হয়।  একই সাথে শিশির ট্রেডার্সের মালিক প্রবীর কুমার দাসকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি পণ্য  মজুদ করার  অপরাধে গোপালদী উলুকান্দির বাসিন্দা  লোকনাথ পোদ্দারের গোডাউন সিলগালা করে দেয়া হয়েছে। একই সাথে আরও  ২০ টি দোকানে অভিযান পরিচালনা করে সতর্ক করে দেয়া হয়েছে। অভিযানের সহয়তায় ছিলেন আড়াইহাজার থানা পুলিশের সদস্যরা। অভিযানের সময় শিশির ট্রেডাসের ৮শ কাটুন সোয়াবিন তেল তাৎক্ষনিক বিক্রি  করার নির্দেশ দেওয়া হয়।   নির্বাহী ম্যাজস্ট্রেট সহকারী  কমিশনার (ভূমি) নঈম উদ্দীন বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে আমাদের এই অভিযান নিয়মিত চলবে।