মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৯, ১১ মার্চ ২০২৫

আপডেট: ০০:৩০, ১১ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী নাবালিকা তরুণীকে ধর্ষণের ঘটনায় আসামি হাবিবুর রহমান হাবুকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব ১১।

সোমবার (১০ মার্চ) র‍্যাব ১১ ও র‍্যাব ৬ এর যৌথ দলের অভিযানে ঝিনাইদহ সদর এলাকার গোয়ালপাড়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবু সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের আতশ আলীর ছেলে।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ডেকে নিয়ে জোর করে তরুণীকে ধর্ষণ করে হাবু। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

আটককৃত আসামিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।