বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫১, ১১ মার্চ ২০২৫

আপডেট: ১২:৫৬, ১১ মার্চ ২০২৫

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় হামিদুল ইসলাম (৩০) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১১ মার্চ) সকালে চাঁদমারী-আদমজী সড়কের তল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা কাভার্ডভ্যানের চালক জাহিদুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহত হামিদুল ইসলাম নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসের প্রিন্ট বিভাগের শ্রমিক ছিলেন। তিনি তল্লা চেয়ারম্যানবাড়ি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। দীর্ঘদিন ধরে তিনি এ গার্মেন্টসে কর্মরত ছিলেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, আজ সকালের দিকে হামিদুল ইসলাম বাইসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ভারসাম্য হারিয়ে তিনি সাইকেল থেকে পড়ে গেলে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ ঘটে তার। 

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক আটক রয়েছেন।