
উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জে 'গ্রীন এন্ড ক্লিন' নারায়ণগঞ্জ কর্মসূচির দ্বিতীয় দিনে সাইনবোর্ড এলাকায় ব্যানার ফেস্টুন অপসারণ ও হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন।
বুধবার (১৩ মার্চ) দুপুরে সাইনবোর্ড এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্বর।
এসময় সাইনবোর্ডের ফুটওভার ব্রিজ ও আশপাশের এলাকায় সড়ক ও ওভার ব্রিজ দখল করে বসা হকারদের উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন এই রাস্তাটির প্রায় পুরোটি দখল করে ব্যাবসা করে আসছিল হকাররা। এর ফলে সড়কটিতে যানচলাচল বন্ধ ছিল এতদিন। হকার উচ্ছেদের ফলে পুনরায় সড়কটিতে যানচলাচল শুরু হয়েছে।
এছাড়াও সাইনবোর্ড এলাকার ফুটওভার ব্রিজ ও আশেপাশে এলাকায় লাগানো বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন অপসারণ করে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।