
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন
নারায়ণগঞ্জে অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও বিক্রির অপরাধে জে এস ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ মার্চ) নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়লাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট।
এসময় কারখানাটিতে ঘুরে অস্বাস্থ্যকর ও স্যাতস্যাতে পরিবেশে সেমাই উৎপাদন করতে দেখা যায় কর্মীদের। কারখানাটির মান নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন নেই বলে জানা যায়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্যাকেটে বিভিন্ন লেবেল ব্যাবহার করে সেমাই বাজারজাতকরণ করে আসছিল প্রতিষ্ঠানটি।
নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যাতীত ও মানহীন পন্য উৎপাদন করে বাজারজাতকরণ করায় জে এস ফুড প্রোডাক্টস নামক সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়েছে।
এসময় নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি দল ও ভোক্তা অধিকারের কর্মকর্তারা অভিযানে অংশগ্রহণ করেন।