রোববার, ১৬ মার্চ ২০২৫

|

চৈত্র ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার আসামী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৬, ১৫ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার আসামী গ্রেপ্তার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা মামলার একমাত্র আসামী মোঃ ইব্রাহিমকে (৫৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শনিবার সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন জয়নগর মাযাইর এলাকা থেকে নারায়ণগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ ও সুমানগঞ্জে অবস্থিত র‌্যাব-৯’র যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সন্ধ্যায় র‌্যাব-১১’র স্কোয়াড কমান্ডার মোঃ শামসুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত ইব্রাহিম সুনামগঞ্জ জেলার বিশ^স্তরপুর থানার জয়নগর মাযাইর এলাকার বাসিন্দা মৃত আব্দুল মোতালিবের ছেলে। সে রূপগঞ্জের তারাব পৌরসভার রুপসী বাগানবাড়ির রুবেলের বাড়ীর ভাড়াটিয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৩ মার্চ বেলা ১টার সময় ভিকটিম রূপগঞ্জ থানাধীন রূপসী বাগবাড়ি সাকিনস্থ ইব্রাহিমের মুদির দোকানের সামনে দিয়ে আসার সময় আসামী মোঃ ইব্রাহিম চকলেটের খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার দোকানের ভেতরে নিয়া যায়। পরে ভিকটিককে ইব্রাহিম জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ অবস্থায় ভিকটিমের ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে উক্ত আসামী মোঃ ইব্রাহিম পালিয়ে যায়। আসামীর আচরণে ভিকটিম ভয় পেয়ে অসুস্থ্য হয়ে পড়লে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মোঃ ইব্রাহিমকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।