রোববার, ১৬ মার্চ ২০২৫

|

চৈত্র ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দর পশ্চিম থানা খেলাফত মজলিসের কমিটি পুনর্গঠন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৮, ১৫ মার্চ ২০২৫

বন্দর পশ্চিম থানা খেলাফত মজলিসের কমিটি পুনর্গঠন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর থানা পশ্চিম শাখার খেলাফত মজলিসের কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে আছেন মাওলানা ফরিদুজ্জামান ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ। 

শনিবার (১৫ মার্চ) বিকালে বন্দরে খেলাফত মজলিসের কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

এসময় শূরার সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য বন্দর থানা পশ্চিম শাখার  সভাপতি মাওলানা ফরিদুজ্জামান ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ নির্বাচিত হন। 

খেলাফত মজলিসের মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক ও বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মাওলানা ফরিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মজলিসে শূরায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, মাওলানা আবু মুছা, প্রমুখ। 

মজলিসে শূরায় ১৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটিতে আরও আছেন সহ-সভাপতি মাওলানা আবু হানিফ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু মুসা, সাংগঠনিক সম্পাদক ছানাউল্লাহ, বায়তুলমাল সম্পাদক মহিউদ্দিন, সহ-বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সুমন, প্রচার সম্পাদক মাহবুবুল আলম, প্রমুখ।