
রাকিব হোসেন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসা দেখানোর কথা বলে গৃহিণীকে ডেকে নিয়ে গণধর্ষণের মামলার প্রধান আসামি রাকিব হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (১৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামি রাকিব হোসেন নওগাঁ জেলার বদলগাছি এলাকার কুতুবউদ্দিনের ছেলে।
শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১১।
আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।