
মোঃ সাঈদ
নারায়ণগঞ্জের বন্দরে ২০ বছরের এই যুবককে বাসার সামনে থেকে ডেকে নিয়ে বলৎকারের ঘটনায় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (১৫ মার্চ) সোনারগাঁয়ের হোসেনপুল এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর অনাবিল ইমাম।
গ্রেপ্তারকৃত আসামি হলেন মোঃ সাঈদ (৪০)।
এর আগে গত ৮ মার্চ রাতে নিজ বাসার সামনে থেকে ডেকে নিয়ে গিয়ে রুমে আটকে ভিকটিমকে বলৎকার করে সাঈদ। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।