শনিবার, ২৯ মার্চ ২০২৫

|

চৈত্র ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে সয়াবিন এর কৃত্রিম সংকট তৈরি রোধে অভিযান, জরিমানা ১ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৩, ২৪ মার্চ ২০২৫

না.গঞ্জে সয়াবিন এর কৃত্রিম সংকট তৈরি রোধে অভিযান, জরিমানা ১ লাখ

ভ্রাম্যমাণ আদালত

নারায়ণগঞ্জে সয়াবিন তেলের কৃত্রিম সংকট রোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তেলবাহী জাহাজে তেল মজুদ করে সংকট তৈরির চেষ্টা করায় কেবিসি এগ্রো ইন্ডাস্ট্রিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

সোমবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছুমাবাদ আতলাশপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন নৌ পরিবহন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট    থান্দার কামরুজ্জামান, নৌ পরিবহন অধিদপ্তর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম। 

জানা যায় সুযোগ থাকা সত্বেও ইচ্ছাকৃতভাবে সয়াবিন সিডের লাইটার ভেসেলগুলো আনলোড/খালাস না করে অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় পণ্যের ভেসেল লোড করে এবং সয়াবিন এর ভেসেলগুলোকে অস্থায়ী গুদামঘর হিসেবে ব্যবহার করছিল কোম্পানিটি। এর মাধ্যমে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করায় কৃষি বিপণন আইনে কোম্পানিটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । 

এসময় সয়াবিন তেলের অপেক্ষমান ২৯ টি ভেসেল এর মধ্যে ২০ টি ভেসেল আগামী ২৮ মার্চের মধ্যে আনলোড করার জন্য জোর নির্দেশনা প্রদান করা হয়।