
অবৈধ ইট ভাটা পরিচালনা বন্ধে অভিযান
নারায়ণগঞ্জে অবৈধ ইট ভাটা পরিচালনা বন্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় একটি ইট ভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৪ মার্চ) ফতুল্লার বক্তাবলী এলাকার লাল মিয়ার চর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাহিদ নিয়াজ শিশির।
এসময় অবৈধভাবে ইট ভাটা স্থাপন ও পরিচালনার অপরাধে কম্বাইন্ড ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর অধীনে অভিযুক্ত করা হয় এবং উক্ত আইনের ৮ ধারা লঙ্ঘন করায় চার লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি ও ফতুল্লা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।