মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে গ্যারেজ থেকে পাঁচ অটোরিক্সা চুরি   

প্রকাশিত: ০৪:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ০৬:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

রূপগঞ্জে গ্যারেজ থেকে পাঁচ অটোরিক্সা চুরি   

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ টি পরিবারকে তালাবদ্ধ করে গ্যারেজ থেকে অভিনব কায়দায় ৫টি অটোরিক্সা চুরির ঘটনা ঘটেছে। 

রবিবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সাওঘাট এলাকায় এ চুরির ঘটনা ঘটে।  

গ্যারেজ মালিক ফয়েজ ভুইয়া জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার সাওঘাট এলাকায় ফয়েজ ভুইয়ার বাড়ির পাশে তার একটি গ্যারেজ রয়েছে। তিনি তার গ্যারেজে অটোরিক্সা ভাড়ার মাধ্যমে রাখেন। গত রবিবার রাত ১০ টার দিকে ১১ টি অটোরিক্সা রেখে গ্যারেজ তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। সোমবার সকালে ফয়েজ ভুইয়া তালা ভাঙ্গা দেখতে গ্যারেজে প্রবেশ করে দেখেন ৫ অটোরিক্সা চুরি হয়েছে। পরে দেখতে পান আশপাশের প্রতিবেশীদের ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে রাখে চোরের দল। ফয়েজ ভুইয়া ধারণা করছেন রাতের যেকোন চোরের দল ফয়েজ ভুইয়ার প্রতিবেশী জাহাঙ্গীর, আকবর, রিপনসহ ১০ টি বাড়ির দরজায় বাইরে থেকে তালাবন্ধ করে অভিনব কায়দায় -সোলেমান, জাকির, পনির, আজাবুরের ৫টি অটোরিক্সা চুরি করে নিয়ে যায়।

ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার ও  চোরেরদলকে আটকের চেষ্টা চলছে। 

নারায়ণগঞ্জ পোস্ট