মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় কুপির আগুনে ঘর পুড়ে ভিক্ষুক নারীর প্রতিবন্ধী যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৩, ২৭ মার্চ ২০২৫

ফতুল্লায় কুপির আগুনে ঘর পুড়ে ভিক্ষুক নারীর প্রতিবন্ধী যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুপির আগুনে ছাপড়া ঘর পুড়ে ভিক্ষুক নারীর প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৮টায় ফতুল্লার নন্দলালপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের পাশে বস্তিতে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ( ২০) ওই বস্তির মৃত. ফিরোজ মিয়া ও সাহিদা বেগমের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সুরুজ শারীরিক প্রতিবন্ধী হাঁটতে পারেনা। তার বাবা নেই মা ভিক্ষা করে সংসার চালায়। রাতে ঘরের মধ্যে কেরোসিন তেলের কুপি জ্বালিয়ে সুরুজকে রেখে তার মা শাহিদা বেগম বাহিরে যায়। এরমধ্যে কুপি থেকে বস্তির ছাপড়া ঘরে আগুন ধরে যায়। তখন মুহুর্তের মধ্যে পাশের আরো দুটি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিস আসার আগেই ঘরসহ পুড়ে ছাই হয়ে যায় সুরুজ। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। নিহতের পরিবার ও এলাকাবাসী লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য অনুরোধ জানিয়েছে। বিষয়টি উধ্বর্তন অফিসারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।