মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বাস চাপায় পথচারি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৬, ২৭ মার্চ ২০২৫

বন্দরে বাস চাপায় পথচারি নিহত

প্রতীকী ছবি

বন্দরে দ্রুতগামী স্বদেশ পরিবহনের বাস চাপায় আতাউর রহমান (৪৫) নামে এক পথচারি নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৭ মার্চ)  সকালে বন্দর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এ  ঘটনা ঘটে।  নিহত আতাউর রহমান জাঙ্গাল এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি  আব্দুল মোনয়েম লিমিটেড গোডাউনে হিসাব রক্ষকের দায়িত্ব পালন করে আসছিল ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশ দিয়ে একজন পথচারি হেঁটে যাচ্ছিল।  ওই সময় স্বদেশ পরিবহনের একটি বাস পেছন দিকে দিয়ে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও  স্বজনরা তাকে মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের পরিবার সূত্রে  জানান,   আতাউর রহমান  প্রতিদিনের ন্যায়  বৃহস্পতিবার সকালে হেঁটে ডিউটি যাচ্ছিলেন। আব্দুল মোনয়েম লিমিটেড গেইটের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।  বিকালে চিকিৎসাধীন মারা যায় তিনি।