মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় বাধা হয়ে দাড়িয়েছে তিন চাকার বাহন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৭, ২৯ মার্চ ২০২৫

ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় বাধা হয়ে দাড়িয়েছে তিন চাকার বাহন 

শিমরাইল মোড়, সিদ্ধিরগঞ্জে

ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় বাধা হয়ে দাড়িয়েছে তিন চাকার বাহন গুলো। আজ সকাল থেকে মহাসড়কে যাত্রী ও যানবাহন চাপ বাড়লে সড়কে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে দুপুরের পর থেকে সড়কে আরও যাত্রী ও যানহনের চাপ কয়েকগুণ বাড়তে থাকে ঠিক ওই সময় মহাসড়কের সার্ভিস লেনের উল্টো পথে যেতে দেখা যায় তিন চাকার বাহন ব্যাটারি চালিত মিশুক , অটো রিকশা ও সিনএনজি ঠিক ওই সময় সড়কে যানজটের সৃষ্টি হয়, তখন কিছু কিছু যাত্রীকে গাড়ী থেকে নেমে  পায়ে হেটেও যেতে দেখা যায়। 

শুক্রুবার (২৮ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অংশের শিমরাইল মোড়ে এই চিত্র দেখা যায়। 

একটি পোষাক কারখানার শ্রমিক রাবেয়া খাতুন বলেন , মদনপুর থিকা বাসে উঠছি কাচপুর আইয়া গাড়ী থাইম্মা আছে ২৫ মিনিট এল্লিগা গাড়ীত্তে নাইম্মা আইট্টা (হেটে) এনো আইয়া দেহি রাস্তার ভিত্তে অটো ওলারা উলটা অটো ঢুকাইয়া রাস্তাডারে জ্যাম লাগায় রাখছে পুলিশ কী দেখেনা এডি? এডিরে উল্ডা না যাইতে দিলেও তো জ্যামডা লাগে না। 

ইমতিয়াজ নামে এক ব্যবসায়ী বলেন, মহাসড়কে উল্টো পথে চলাচল করা এই সব অটো বন্ধ করা উচিত । তানাহলে সড়কে শৃঙ্খলা ফিরবে না যানজট লেগে থাকবে।  

এবিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টি,আই আবু নাঈম বলেন, মহাসড়কে গাড়ী চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছেন। মহাসড়কে তিন চাকর বাহগুলোকে আটক করে মামলা দেওয়া হচ্ছে। এছাড়া এদেরকে ডাম্পানিং করা হচ্ছে অনেক সময়ে। তারপরও কিছু কিছু অটো চালকরা আবার অটো নিয়ে মহাসড়কে উঠে যায় আমরা এদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।