মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে মাদক সহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১১, ২৯ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে মাদক সহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার ২৯ মার্চ মাদক মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার রাতে সোনাপুরা শাকিনস্তর আহম্মদ নগর টিনশেড পরিত্যক্ত মাদ্রাসা ভিতর থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাজাঁ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা রোদুনাথপুর এলাকার মাহবুবের ছেলে মোরছালিন (২০)। বর্তমান গ্রেপ্তারকৃত আসামী সোনারগাঁ উপজেলায় বসবাস করছে।

ডিবি ইন্সপেক্টর হাবিব জানান, ঈদ উল ফিতর উপলক্ষে জেলা শান্তি রক্ষার্থে জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অপরাধীদের ধরা জন্য নিয়মিত অভিযান চালাচ্ছে। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে সোনাপুরা শাকিনস্তর আহম্মদ নগর টিনশেড পরিত্যক্ত মাদ্রাসা ভিতর থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাজাঁ সহ মোরছালিন (২০) কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এলাকাবাসীর মাধ্যমে জানা যায় ঈদ উপলক্ষে বিপুল পরিমাণ মাদক মজুদ করে খুচরা বিক্রি করার লক্ষ্যে তিনি পরিত্যক্ত মাদ্রাসায় রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক তাকে গ্রেপ্তার করে।