
প্রতীকী ছবি
ফতুল্লার কাশিপুরে মাদকের অর্থ লেনদেন কেন্দ্র করে মো.পাভেল (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
নিহত পাভেল ফতুল্লা কাশিমপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে তিনি জানতে পেরেছেন নিহত পাভেল একজন মাদকসেবী। অপরদিকে ঘাতক বাবু একজন মাদক ব্যবসায়ী। মাদকের অর্থের লেনদেন কে কেন্দ্র করে ঈদের আগের দিন (বুধবার) রাত দশটার দিকে পাভেল কে নিজ বাড়ী থেকে ডেকে নিয়ে যায় বাবু। রাতে বাবুর বাড়ীতে পাভেল কে আটকে রেখে মারধর করে। এক পর্যায়ে গুলি করে রাতের কোন এক সময় পাভেল কেম তার বাড়ীর সামনে ফেলে রেখে যায় বাবু। নিহত পাভেলের চাচাতো ভোর রাত চারটাট দিকে রাস্তায় পাভেলের রক্তাক্ত দেহ পরে থাকতে দেখে চিৎকার করলে তার পরিবারের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে শহরের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসারতবস্থায় আজ সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে পাভেল মারা যায়।