
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টিপরদী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। ঈদের আগের দিন রোববার রাত ১০টার দিকে তাদের গণধোলাই দেওয়া হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. রাজন মিয়া (৩৫) ও মো. আনোয়ার হোসেন (৩৪)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের আগের দিন রোববার রাত ১০টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় ছোট সাদিপুর গ্রামের পাশে ফাঁকা মাঠে ৮-১০ জনের ডাকাতদল রাম দা, ছুরি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় এলাকাবাসী তাদের দেখে সন্দেহ হলে ধাওয়া দিয়ে মো. রাজন মিয়া ও আনোয়ার হোসেন নামে দুই জনকে আটক করে। ধাওয়ার খেয়ে বাকীরা পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে তাদেরকে থানায় নিয়ে যায। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুড়াল ও ছুরি উদ্ধার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সোনারগাঁ থানায় চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।