বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মেঘনা নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৫, ৩ এপ্রিল ২০২৫

মেঘনা নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

ফাইল ছবি

মেঘনা নদীতে গোসল করতে নেমে আজ বুধবার বিকাল ৫ টার দিকে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম ফারুক হোসেন (২০)। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পাশ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। 

জানা যায়, নারায়ণগঞ্জের  সানারপাড় এলাকার একদল তরুন ইঞ্জিন নৌকায় মেঘনা সেতু সংলগ্ন এলাকায় ভ্রমণের পর বিকালে গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় গোসল করতে নামে। এ সময় ওই তরুণ নিখোঁজ হয়।

গজারিয়া  ফায়ার সার্ভিস কার্যালয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌছেছে। রাত হয়ে যাওয়ায় তারা তল্লাশি অভিযান শুরু করতে পারেনি।  আগামীকাল বৃহস্পতিবার ভোরে তল্লাশি অভিযান শুরু করবে।