শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্ধুদের সঙ্গে পুকুরে নামাই কাল হলো মাসুমের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:০৩, ৩ এপ্রিল ২০২৫

বন্ধুদের সঙ্গে পুকুরে নামাই কাল হলো মাসুমের

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে মাসুম(১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। বুধবার (২এপ্রিল) বিকেলে বন্দরের গকুলদাসের বাগ মাদ্রাসা সংলগ্ন পুকুর থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাসুম বন্দরের নয়ামাটি এলাকার ইতালি প্রবাসী আব্দুল করিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বন্ধুদের সঙ্গে মাসুম গকুল দাসেরবাগ মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার-সার্ভিসের সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার রাতে ভুক্তভোগীর পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তেই দাফন করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।