
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের টেস্টি ট্রিটের ভুলতা শাখায় পচা বাঁসি কেক খেয়ে দুই শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার ভূলতা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে শিশু অশমী (৭) ও অরিন (৪) স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিশুটির বাবা শাকিল হাসান জানান, তিনি আড়াইহাজার উপজেলার পাচরুখী এলাকায় বসবাস করেন। শনিবার সন্ধ্যায় রূপগঞ্জের টেষ্টি ট্রিটের ভুলতা শাখা থেকে কর্মচারি মেহেদী হাসান ও আলিফের কাছ থেকে দুইটি পেষ্ট্রি কেক কিনে নিয়ে যান। বাসায় যাওয়ার পর তার দুই মেয়ে অশমী ও অরিন কেক খায়। কেক খাওয়ার আধা ঘন্টা পর অশমী ও অরিনের ডায়রিয়া ও বমি হয়। পরে শাকিল হোসেন দেখতে পান কেকটি পচা ও বাঁসি। কেক থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এক পর্যায়ে দুই শিশুর শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে তাদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তিনি আরো বলেন, টেস্টি ট্রিটের মত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যদি এ ধরনের পচা ও বাসি খাবার বিক্রি করে আমরা সাধারণ মানুষ কোথায় যাবো। আমি ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেছি ইতিমধ্যে। টেস্ট ট্রিটকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে বক্তব্য নিতে টেষ্টি ট্রিটের ভুলতা শাখায় গেলে স্টাফ আলিফ বলেন, পেষ্ট্রি কেক দুটির মেয়াদ একদিন বাকি ছিল। বুধবার আসি স্টোরে ছিলাম না। যিনি ছিলেন তিনি হয়তো চেক করে বিক্রি করেন নি পেষ্ট্রি গুলো।
টেষ্টি ট্রিটের টিএসএম আতিক বলেন, আমি টেস্টি ট্রিটের ভুলতা শাখার ইনচার্জ মেহেদী হাসানকে পাঠাচ্ছি বলে বিভিন্ন টালবাহানা করে ফোনটা কেটে দেন৷