
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের রাজঘাটে ব্রহ্মপুত্র আহ্বান ও গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বন্দর উপজেলা নারায়ণগঞ্জ শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দসহ লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাপস কর্মকার।
জানা যায়, ব্রহ্মপুত্র নদে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শুরু হবে লাঙ্গলবন্দ অষ্টমী স্নানোৎসব। হিন্দু সম্প্রদায়ের স্নানোৎসব শেষ হবে শনিবার দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, স্নানোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।