শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার চেষ্টা, স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২২, ৩ এপ্রিল ২০২৫

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার চেষ্টা, স্বামী আটক

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যৌতুক না পেয়ে এক গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে।

বুধবার (০২ এপ্রিল) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান।

এ ঘটনায় ভুক্তভোগীর মা জুলেখা বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, মোসা: জুলেখা ভিকটিম নারীকে প্রায় ২০ বছর আগে মেঘনা ব্রিজ এলাকা থেকে কুড়িয়ে পান। পরে নিজের মেয়ের মতো লালনপালন করে বড় করেন। প্রায় দুই বছর আগে মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত শাহজাহানের ছেলে মো. উজ্জ্বলের সঙ্গে বিয়ে দেন পালিত কন্যা মোসা: সাদিয়ার। বিয়ের পর থেকেই মায়ের কাছ থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন স্বামীসহ শ্বশুর বাড়ির লোকেরা। কয়েক ধাপে প্রায় দুই লাখ টাকা এন দেন সাদিয়া। তারপরে আবারও তিন লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেওয়া শুরু করলে ভুক্তভোগী নারী ও তার পরিবার তা দিতে অপারগতা প্রকাশ করেন। টাকা না পেয়ে তিন দিন ঘরে আটকে রেখে সাদিয়ার ওপর শারীরিক নির্যাতন শুরু করে স্বামী উজ্জল। আর এ কাজে সহযোগিতা করেন শাশুড়ী মোসা: মনোয়ারা বেগম (৬০)।

এ সময় প্রতিবেশীরা সাদিয়ার চিৎকার শুনতে পেয়ে ভুক্তভোগীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোনারগাঁ  থানা পুলিশের হাতে তুলে দেন।  ঘটনাস্থল থেকে স্বামী উজ্জলকে আটক করে পুলিশ। আহত সাদিয়াকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, 'আহত গৃহবধূ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।'