
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ বছরের এক শিশুকে জয়নাল নামের এক রাখালের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছে শিশুটির পরিবার। গত মঙ্গলবার বিকালে উপজেলার মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত রাখাল জয়নাল।
শিশুটির পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শিশুটি বাড়ির সামনে খেলতেছিল। এসময় রাখাল জয়নাল শিশুটিকে ছাগলের বাচ্চার সঙ্গে খেলার কথা বলে একটি ঘরের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি কান্নাকাটি শুরু করলে পালিয়ে যায় জয়নাল।খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তার পরিবারের লোকজন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওসি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।