রোববার, ০৬ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এবারই প্রথম যানজটহীন স্নানোৎসব 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৬, ৫ এপ্রিল ২০২৫

এবারই প্রথম যানজটহীন স্নানোৎসব 

হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নানোৎসব

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চলছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নানোৎসব। বিগত বছরগুলোতে এই স্নানোৎসবকে ঘিরে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হলেও এবছর কোন যানজট দেখা যায়নি। 

শনিবার (৫ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

এসময় লাঙ্গলবন্দ এলাকার আশেপাশে মহাসড়কে মানুষের ঢল দেখা গেলেও মহাসড়কে যানবাহনের চাপ ছিল না। এর ফলে মহাসড়কে যানজট দেখা যায়নি। 

এদিকে মহাসড়কে যানজট না থাকার স্বস্তিতে স্নানোৎসব পালন করতে পেরেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবছর লাঙ্গবন্দের আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন তারা। 

এদিকে স্নানোৎসবকে ঘিরে লাঙ্গলবন্দ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এসকল এলাকায় টহলে আছেন সেনাবাহিনী, র‍্যাব, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত ও যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন তারা।