
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় দীপ্তি নামের একটি ডাইং কারখানায় মাটি খোড়ার সময় দেয়ালে চাপা পড়ে আরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় রাকিব, হৃদয় ও সোহেল নামে আহত আরো তিন যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় ফতুল্লা ইউনিয়ন পরিষদ সংলগ্ন দীপ্তি ডাইংয়ে এঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, দীপ্তি ডাইংয়ে চার শ্রমিক মাটি খোড়ার কাজ করছিলেন। তারা নিরাপত্তা ব্যবস্থা না করেই মাটি খুড়ে প্রায় ১০ ফিট গভীরে চলে যায়। এসময় এক পাশের মাটি ও ইটের দেয়াল চার শ্রমিকের উপর পড়ে যায়। তখন ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়। আর তিনজনকে উদ্ধার করে শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত শ্রমিকের লাশ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।