বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪১, ৮ এপ্রিল ২০২৫

বন্দরে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

বিদেশী পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ বন্দরে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের দেউলী বটতলা এলাকায় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

সাইফুল ইসলাম জানান, গতকাল রাতে গোপন সূত্রে জানতে পারি বন্দর থানাধীন দেউলী বটতলা পাঁকা রাস্তার পাশে অজ্ঞাতনামা দু্ষ্কৃতিকারীরা আগ্নেঅস্ত্র নিয়ে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।