বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ফিলিং স্টেশনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩১, ৮ এপ্রিল ২০২৫

বন্দরে ফিলিং স্টেশনকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত

নারায়ণগঞ্জ বন্দরে ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।পরিমানে কম দেওয়ায় এবং নিয়মবহির্ভূত ভাবে জ্বালানী তেল বিক্রি করায় ওই পাম্প সামায়িক বন্ধ ও অর্থ দন্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ইউএনও মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার ফরাজিকান্দা প্রধান ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।এসময় অকটেন, পেট্রোল ও ডিজেল বিতরণের ৩ টি ডিজিটাল মেশিন পরীক্ষা করা হয় এবং প্রতি লিটারে ৩০ মি.লি. করে গ্রাহকদের তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।এছাড়া নিয়মবহির্ভূত ভাবে জ্বালানী বিতরণ করার পাশাপাশি সরকারি নিয়মনীতি অনুসরণ না করায় কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে সাময়িক ভাবে প্রধান ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয়রা জানান,পলাতক ওসমান পরিবারের ঘনিষ্ঠ দোসর ও জেলা জাতীয় পার্টির সহ সভাপতি তথা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান দন্ডিত ‘প্রধাণ ফিলিং স্টেশন’ এর মালিক।জাপা দলীয় এমপি সেলিম ওসমানের অনুসারী ও তেল সেক্টরের ক্যাশিয়ার দেলোয়ার হোসেন প্রধান প্রভাব খাটিয়ে রেলওয়ের জমি দখল করে স্থাপন করেন প্রধান ফিলিং স্টেশন। শুরু থেকেই মাপে কম দেওয়ার অভিযোগ করে নাম প্রকাশে অনিচ্ছুক পাশের সীমানার একজন জমির মালিক বলেন, সেলিম ওসমানের প্রভাব খাটিয়ে এলাকায় বহু অপকর্ম করেছে তেল চোর দেলোয়ার। তাদের ভয়ে কেউ কিছু বলতে পারেনি।এবার সে চরম ভাবে খেসারত গুনছে।জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি হয়ে এখন কারাগারে রয়েছে দেলোয়ার হোসেন প্রধান।

জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পাম্পের ৩ টি মেশিনে লিটার প্রতি ৩০ মি.লি.কম দেওয়ার প্রমান পাওয়ায় প্রধান ফিলিং স্টেশন কে ১ লাখ টাকা জরিমানা ও সাময়িক ভাবে বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।সবধরনের অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।