শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে মিশুকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১১, ৯ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে মিশুকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৬

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মিশুকে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও ৬ জন। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য। 

নিহত যুবকের নাম সাইরুল (৩৬)। তিনি একজন অটোরিকশা চালক। 

এ ঘটনায় আহতরা হলেন তাসলিমা (৩৮), বাবু (২৫), তানভীর(৩), জামাল(৩৫), সাকিবুল(১২) ও রিফাত (১৩)। এদের মধ্যে তানভীরের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

মঙ্গলবার রাত দশটার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। 

নিহত সাইরুলের শালিকা জানান, ‘সন্ধ্যার দিকে তারা আমার বোনের বাসা নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে একটি মিশুকে করে ফিরছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস এতে ধাক্কা দেয়। এতে আমার দুলাভাই সাইরুল মারা যান। এছাড়া আমার স্বামী জামাল, আমার বোন তাসলিমা, আপন ভাগিনা–ভাতিজাসহ ৬ জন আহত হয়।’ 

আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক বলেন, ‘একজন মারা গেছেন বলে শুনেছি। তাকে হাসপাতালে না এনে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’