রোববার, ১৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বায়ুদূষণে পরিবেশ অধিদপ্তরের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৬, ১০ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে বায়ুদূষণে পরিবেশ অধিদপ্তরের অভিযান

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের বায়ুদূষণকারী ২টি প্রতিষ্ঠান থেকে ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

১০ এপ্রিল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন।
অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের বায়ুদূষণকারী ২টি প্রতিষ্ঠান থেকে ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো,
মোহাম্মদী স্টীল মিলস লি:
শিমরাইল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণঞ্জ হতে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা এবং জিও জো ইন্ডা: লি:
তারাব, রূপগঞ্জ, নারায়ণঞ্জ হইতে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।