রোববার, ১৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনতার আবেগ নিয়ে ব্যবসা, দ্বিগুণ দাম ফিলিস্তিনি পতাকার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২০, ১১ এপ্রিল ২০২৫

জনতার আবেগ নিয়ে ব্যবসা, দ্বিগুণ দাম ফিলিস্তিনি পতাকার

সংগৃহীত

গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানাতে রাজধানীর রাজপথে বাড়ছে ফিলিস্তিনের পতাকার ব্যবহার। মিছিল, মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচিতে এখন নিয়মিত দেখা যাচ্ছে কালো, সাদা, সবুজ ও লাল রঙের পতাকাটি। এই আবেগের সুযোগ নিচ্ছেন ফুটপাতের হকাররা। চাহিদা বাড়ায় তারা বাড়িয়ে দিয়েছেন পতাকার দাম। দ্বিগুণ এমনকি কেউ কেউ তিনগুণ দামেও একটি পতাকা বিক্রি করছেন।

শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, জুমার নামাজ পরবর্তী বিক্ষোভ মিছিল ঘিরে প্রায় দশের অধিক হকাররা গেটের সামনে ও আশপাশে বাংলাদেশের পতাকা, ফিলিস্তিনের পতাকা এবং সাদা কাপড় কালেমা লেখা পতাকাসহ মাথায় বাঁধার রিবন বিক্রি করছেন। আর মানুষজনও ব্যাপক আগ্রহ নিয়ে ফিলিস্তিনের ছোট, মাঝারি এবং বড় আকৃতির পতাকা কিনতে ভিড় করছেন। তবে দাম শুনে অধিকাংশ ক্রেতাই অবাক হচ্ছেন। কয়েকদিন আগেও যে পতাকা ৫০ থেকে ৮০ টাকায় পাওয়া যেত, এখন তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। আকারভেদে কোনো কোনো পতাকার দাম ৩০০ টাকাও হাঁকছেন বিক্রেতারা।