
ফাইল ছবি
ঢাকায় ফিলিস্তিনের উপর চলমান গণহত্যার প্রতিবাদে আয়োজিত লংমার্চ কর্মসূচিতে যোগ দিতে নারায়ণগঞ্জ থেকে সড়কপথে ও রেলপথে ঢাকা যাচ্ছে হাজারো মানুষ। লং মার্চে যোগ দিতে আসা জনতার জন্য পানি, বিস্কিট নিয়ে মহাসড়কে পিকআপ নিয়ে ছুটছেন অনেকে।
শনিবার (১২ এপ্রিল) ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
এসময় অনেককেই লং মার্চের উদ্দ্যেশ্যে যাত্রা করা মানুষের জন্য পানির বোতল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে আবার পিক-আপের করে ঘুরে ঘুরে লং মার্চে আসা মানুষদের পানি, বিস্কিটসহ নানা রকমের শুকনো খাবার দিচ্ছেন।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা অনেকের কাছেই পর্যাপ্ত খাবার নেই। এসব মানুষের জন্য ট্রাকে করে খাবার নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দ্যেশ্যে যাত্রা করতে দেখা গেছে অনেককে।