
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর ৩ কোটি ৩৪ লক্ষ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল ডাকাতি ঘটনার ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার (১৩ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর উপ পরিচালক মেজর অনাবিল ইমাম।
গত ২৬ মার্চ সিদ্ধিরগঞ্জ থানাধীন এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানে ৫০/৬০ জন অজ্ঞাত নামা দুস্কৃতিকারী কর্মীদের মারধর করে একটি কক্ষে আটকে রেখে আনুমানিক তিন কোটি চৌত্রিশ লক্ষ একত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকার মালামাল লুট করে একটি অজ্ঞাত ট্রাক যোগে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে।
প্রাথমিক অনুসন্ধান ও এজাহার পর্যালোচনা করে জানা যায় যে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেব পাড়াস্থ এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানে গত ইং ২৬ মার্চ তারিখে ০৮/১০ জন আনসার সদস্য বাদীর প্রতিষ্ঠানে ডিউটি করাকালে বিকালে ০২ জন আনসার সদস্য বাইরে থেকে ইফতার ক্রয় করে প্রতিষ্ঠানের উত্তর পাশের মূল ফটক দিয়া প্রবেশকালে অজ্ঞাতনামা ৫০/৬০ জন দুস্কৃতিকারীরা অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হইয়া অতর্কিতভাবে বাদীর প্রতিষ্ঠানের উত্তর পার্শ্বের মূল ফটক দিয়া ভিতরে প্রবেশ করে। একপর্যায়ে দুষ্কৃতিকারীরা দায়িত্বরত আনসারদের মারধর করিয়া আটক করে আনসার সদস্যদের অস্ত্র-গুলি ও মোবাইল ফোন দুষ্কৃতিকারীরা তাদের দখলে নেয়। দুস্কৃতিকারীরা আনসার সদস্যদের হাত-পা বেঁধে প্রতিষ্ঠানের ২য় তলার একটি অফিস রুমের ভিতরে আটকে রেখে দরজা আটকে দেয়। এক পর্যায়ে দুস্কৃতিকারীরা বাদীর প্রতিষ্ঠানের মেইন লাইন থেকে বিভিন্ন মেশিনের সহিত সংযুক্ত পাওয়ার ক্যাবল, যাহা তামার তারের উপরে কালো ইনসুলিশন দ্বারা মোড়ানো ঘণ ক্যাবল সহ সর্বমোট আনুমানিক তিন কোটি চৌত্রিশ লক্ষ একত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকার মালামাল লুট করে ২৭ মার্চ রাতে দুস্কৃতিকারীরা একটি অজ্ঞাত ট্রাক যোগে প্রতিষ্ঠানের উত্তর পার্শ্বের মূল ফটক দিয়ে বাইরে বের হয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। দস্কৃতিকারীরা যাওয়ার পর আনসার সদস্যরা পারস্পরিক সহায়তায় তাহাদের বাঁধন খুলিয়া অফিস কক্ষের জানালা দ্বারা বাহির হইয়া গ্রিলের মাধ্যমে নিচে নামিয়া প্রতিষ্ঠানের উত্তর পার্শ্বের মূল ফটক খোলা দেখিতে পায় এবং ফ্লোরে ট্রাকের চাকার দাগ দেখিতে পায়।
পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সাহায্যে কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জের জহিরের ছেলে পায়েলকে (৩২) সাইনবোর্ড এলাকা থেকে ১২ এপ্রিল গ্রেপ্তার করা হয়। ডাকাত পায়েলের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর একটি মামলা পাওয়া যায়। আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।