শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪১, ১৬ এপ্রিল ২০২৫

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালক নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক ট্রাকের ড্রাইভার মোঃ রুবেলকে (৪২) আটক করেছে পুলিশ।  

বুধবার (১৬ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের শিমড়াইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ট্রাকচালকের একজন হলেন শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মোঃ সুলতান ঢালী (৫০), অপর ট্রাক চালকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল রিনালয় সিএনজি পাম্পের সামনে চট্টগ্রাম গামী একটি ট্রাক (নং ঢাকা মেট্রো-ট ১৪-৫৮৯১) বিকল হয়ে পড়ে। এসময় তাৎক্ষণিক অপর একটি লো বেডের লং ভি হাইকেল (নং চট্টগ্রাম মেট্রো ট- ১১-৩৯০৫) বিকল হওয়া ট্রাকটি উদ্ধার করার লক্ষ্যে চেইন দিয়ে বাধার সময় চট্টগ্রামগামী অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৩৭৫৭) বিকল হওয়া ট্রাকের পিছনে ধ্বাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাক চালক নিহত হন।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের এসআই মোঃ আরিফ রেজা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক মোঃ রুবেল (৪২) কে করা হয়েছে। ট্রাক তিনটি আটক করা হয়েছে।