
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর মুরাদ হত্যাকান্ডের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ মাসুমকে (৪৭) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন।
গতকাল ১৫ এপ্রিল ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১১।
মোঃ মাসুম (৪৭) তল্লা বড় মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে।
এর আগে গত ১০ এপ্রিল মুরাদ হত্যা মামলায় মাসুমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
গ্রেপ্তারকৃত আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।