
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাত হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতল সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম মামুন।
সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুল রহমান জানান, ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।