শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ভূমি কর্মকর্তার স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করায় সেবা গ্রহিতাকে মারধরের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৬, ১৮ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে ভূমি কর্মকর্তার স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করায় সেবা গ্রহিতাকে মারধরের অভিযোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তার স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের প্রতিবাদ করায় সেবা গ্রহিতাকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। জমির নামজারিতে ভুল হওয়ার কারণ জানতে চাওয়ায় গত মঙ্গলবার ইমরান হোসেন (৩৪) নামে এক সেবা গ্রহীতাকে মারধর করা হয়। এঘটনায় ভূক্তভোগী বাদি হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন ও তার ভাতিজা একই কার্যালয়ের কম্পিউটার অপারেটক যুবায়ের হোসেনের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে জুবায়ের তার চেয়ার থেকে উঠে এসে সেবাগ্রহীতা ইমরান হোসেনের ওপর হামলা চালায়। পরে ওই কার্যালয়ে অন্যান্য কর্মচারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে উত্তোজিত হয়ে সেবাগ্রহীতাকে বের করে দেন।

জানা যায়, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্তকর্তা আনোয়ার হোসেন তার ভাতিজা জুবায়ের ইউনিয়ন ভূমি অফিসের অর্থ লেনদেনের মাধ্যমে জমি নামজারী,ভূমি উন্নয়ন কর, হাট বাজারের ভিটি ব্যবস্থাপনাসহ সম্পন্ন করে থাকেন। টাকা ছাড়া কোন কাজ হয় না বলে জানিয়েছেন সেবা গ্রহিতারা। 

চাচা উপ-সহকারী ভূমি কর্মকর্তা হওয়ার কারণে সরকারি নির্দেশনা অমান্য করে তার একছত্র আধিপত্য বিস্তার করার জন্য নিয়ম বহির্ভূতভাবে ভাতিজাকে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেন। তাদের অপরাধের বিরুদ্ধে কেউ কথা বললেই তাদেরকে হয়রানীর শিকার। চাচা-ভাতিজার স্বেচ্ছাচারিতায় চলে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার কার্যালয়। চাচার আর্থিক লেনদেনগুলো ভাতিজার মাধ্যমে সম্পন্ন করা হয়। 

ভূক্তভোগী ইমরান হোসেন জানান, ১০ আগে তারা তাদের জমির নামজারির জন্য আবেদন করেন। সেই আবেদনে তারা ভূমি মালিকদের আলাদা ঠিকানা ব্যবহার করে আবেদন করেন। কিন্তু কম্পিউটার অপারেটর জুবায়ের হোসেন টাইপে নাম ঠিকানা ভুল করেন। ভুলের বিষয়ে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার কার্যালয়ে গেলে কথার এক পর্যায়ে উত্তেজিত হয়ে উপ-সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে ভাতিজা কম্পিউটার অপারেটর জুবায়ের তার ওপর হামলা করে।  

অভিযুক্ত মোগরাপাড়া ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত। দু’জনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে মোবাইলে সেবা গ্রহিতা ভিডিও ধারণ করতে বাধা দিতে গিয়ে এমন হয়েছে। তবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

সোনারগাঁ থানার  ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ভূমি কার্যালয়ে একটি ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত  শেষে ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি (সোনারগাঁ সার্কেল) মঞ্জুর মোর্শেদ বলেন, বিষয়টি জেনেছি। ইউনিয়ন ভূমি কার্যালয়ের কোন গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।