শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভাইরাল ভিডিও ও টাকার বিষয়ে যা বললেন ওসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৬, ১৯ এপ্রিল ২০২৫

ভাইরাল ভিডিও ও টাকার বিষয়ে যা বললেন ওসি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনের সম্প্রীতি কাগজে স্টাফলার করা টাকা নেওয়ার ৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ওসিকে বলতে শোনা যায়, ‘এত কম টাকা দিলে কী ইজ্জত থাকে?’ শুক্রবার (১৮ এপ্রিল) ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওসির সামনে দুটি চেয়ারে দুই ব্যক্তি বসে আছেন। তাদের সামনে এক ব্যক্তি দরখাস্তের সঙ্গে টাকা দেন। যদিও ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, কয়েক মাস আগের বলে নিশ্চিত করেছেন ওসি এনায়েত হোসেন।

ভিডিওর বিষয়ে ওসি এনায়েত হোসেন দাবি করে বলেন, ভিডিওতে যে টাকা লেনদেন দেখা যাচ্ছে, তা ঘুষের নয়। ওটা খাগকান্দা ইউনিয়নের এক দরিদ্র মহিলা আনুমানিক তিন থেকে চার হাজার টাকার জন্য অভিযোগ করেছিলেন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সামান্য এই টাকা আদায় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং বেলায়েত হোসেন তা নিষ্পত্তি করতে ব্যর্থ হন।

ওসি আরও বলেন, পরে থানা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মহিলার পাওনা টাকা উদ্ধার করে দেন এবং স্টাফলার পিন দিয়ে সংরক্ষণ করেন। পরে বিএনপি নেতা বেলায়েত হোসেন থানায় আসলে আমি বলি, সামান্য কয়েক হাজার টাকার জন্য একজন গরিব মহিলা বারবার থানায় আসছেন—এটি সম্মানের বিষয় নয়।

তিনি অভিযোগ করেন, স্থানীয় নেতারা সামান্য একটি বিষয়ও মীমাংসা করতে পারছেন না, অথচ থানাকে এর সমাধানে এগিয়ে আসতে হচ্ছে।

জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সাথে ওসির কথোপকথনের ওই ভিডিও কেউ একজন ধারণ করেন। একটি শালিসের বিষয়ে বেলায়েত ও ওসি এনায়েতের ওই কথা হয়। 

শুক্রবার ভিডিওটি ভিন্ন ক্যাপশনে ভাইরাল হচ্ছে বলে জানান ওসি।