শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বালু নদীতে নতুন ব্রীজের দাবীতে কায়েতপাড়া ইউনিয়নবাসীর মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৯, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:৫০, ১৯ এপ্রিল ২০২৫

বালু নদীতে নতুন ব্রীজের দাবীতে কায়েতপাড়া ইউনিয়নবাসীর মানববন্ধন 

মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বালু নদীর ঝুঁকিপূর্ণ ব্রীজ ভেঙে নতুন ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

শুক্রবার (১৮ এপ্রিল) এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এসময় প্রধান উপদেষ্টা ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতি ব্রীজটি পুননির্মাণের আবেদন জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ডেমরা ও কায়েতপাড়া থেকে কালীগঞ্জ পর্যন্ত রাস্তা বালু নদী ব্রীজ দিয়ে সংযুক্ত হয়। ব্রীজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যেকোন সময় এখানে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্রীজটির জায়গা দ্রুত নতুন ব্রীজ করা প্রয়োজন।