বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৫, ২৩ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জে গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস।

নারায়ণগঞ্জের সোনারগাঁও নয়াপুর বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে আরেক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪টি স্পটে প্রায় ৫ কিলোমিটার এলাকার আনুমানিক ২ হাজার অবৈধ আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের প্রায় ৩১০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং করা হয়েছে।