
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৮ হাজার ৫শত পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) সোনারগাঁ থানার পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কনকড আবাসিক প্রকল্পের সামনে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সাহেদ আলী ওরফে রবিন (৩৬), মোঃ সালমান (৩০)।
অভিযানে মহাসড়কে গ্রীন সেন্টমার্টিন বাসে তল্লাশি চালিয়ে দুই আসামিকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুল রহমান জানান, ইয়াবাসহ দুইজন আসামিকে থানায় নিয়ে আসা হচ্ছে। তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।