শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যাবহার নিশ্চিতে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২১, ২৩ এপ্রিল ২০২৫

না.গঞ্জে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যাবহার নিশ্চিতে অভিযান

ফাইল ছবি

নারায়ণগঞ্জে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব ও দেশীয় পাট শিল্পকে সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় চারটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (২২ এপ্রিল) চিটাগাং রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির। 

অভিযান চলাকালে দেখা যায়, কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করেছে। এসময় ৪টি মামলার চারটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।