
আসামি নিলয়
নারায়ণগঞ্জের ফতুল্লায় দ্বন্দ্বের জেরে হোসিয়ারি শ্রমিক বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
এর আগে সকালে ফতুল্লার ভূইগড় এলাকার কাজীবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- ফতুল্লার লালখা এলাকার নজরুল ইসলামের ছেলে নিলয় (২৬)।
এর আগে গত ২০২৪ সালের ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার শিয়াচর এলাকার বুড়ির গ্যারেজের পাশে বালুর মাঠে পূর্ব দ্বন্দ্বের জেরে এক কিশোর শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।