
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানান অভিযোগের পর এবার আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেনকে বদলি করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শকের কাছে অভিযোগ (ডাকযোগে) দেয়া হয়।
এছাড়াও আড়াইহাজার থানায় ঘুষ দাবীর ভিডিও ভাইরাল হয় ওসি এনায়েত হোসেনের বিরুদ্ধে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচার হয়। এসকল অভিযোগের পর ওসি এনায়েতকে বদলি করা হয়েছে।