শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইন ম্যানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৬, ২৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:১৯, ২৪ এপ্রিল ২০২৫

আড়াইহাজারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইন ম্যানের মৃত্যু

প্রতীকী ছবি

আড়াইহাজারে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি —২ এর আওতাধীন গোপালদী জোনাল অফিসের কালাপাহাড়িয়া উপকেন্দ্রের লাইনম্যান রিমন মৃধা (২৫) বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। রিমন কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি এলাকায় লাইনের কাজ করা সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত হন। ২৪ এপ্রিল (বৃহষ্পতিবার) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগ এবং গোপালদী জোনাল অফিস সূত্রে জানা যায় যে, ঘটনার সময় রিমন মৃধা উলুকান্দি এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিমন মৃধা গাইবান্ধা সদর থানার তুলসিঘাট এলাকার মৃত হাসান মৃধার পুত্র ।

গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম সারোয়ার জাহান জানান, একটি বিচ্ছিন্ন লাইন সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত এই ঘটনা ঘটে।