
প্রতীকী ছবি
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-এর সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে গত বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ- রূপগঞ্জ এর আওতাধীন ডহরাগাও, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় অভিযানে ২টি পয়েন্টে আনুমানিক ৩ কিলোমিটার বিতরণ লাইনের আনুমানিক ৬০০টি বাড়ির প্রায় ২১০০টি দ্বিমুখী আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ১০০০ ফুট পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে।
এছাড়াও তামশিদ ইরাম খান, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নারায়নগঞ্জ-এর নেতৃত্বে জোবিঅ -নারায়ণগঞ্জ আওতাধীন চৌধুরী বাড়ি, বৌ বাজার, উত্তর শাতিনগর ক্যানেল পাড়, নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৩টি পয়েন্টের আনুমানিক ৩৫১টি বাড়ির প্রায় ১,০৩৮টি দ্বিমুখী আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৪৩টি শিল্প, ১৬২টি বাণিজ্যিক ও ৩২,২৪২টি আবাসিকসহ মোট ৩২,৬৪৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৭৪,১০৮টি বার্নার বিচ্ছিন্নসহ উক্ত অভিযানসমূহে ১৫৪ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।