
প্রতীকী ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাইফুল ইসলাম ওরফে টুকুন (৪০) নামের একজন কারাবন্দীর মৃত্যু হয়েছে। তাঁর হাজতি নম্বর ৩৩০৯৬/২৪।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দী সাইফুলকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পৌঁছানোর পর চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক।
আজ যোগাযোগ করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সাইফুল নারায়ণগঞ্জ কারাগারে ছিলেন। সেখানে স্ট্রোক করার পর কয়েক মাস আগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর কয়েকবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসার পর তিনি কারা হাসপাতালে ছিলেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর বাড়ি জামালপুর সদর উপজেলার ডীয়াতলায়। তাঁর বাবার নাম আফছার আলী।