
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া ইউনিয়নের শমসের আলী ওরফে শমসের মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে পুলিশ।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জের পূর্বাচল এলাকা থেকে শমসেরকে গ্রেপ্তার করে পুলিশ।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, চনপাড়ার শমসের মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।